মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করা একান্ত প্রয়োজন— আর এ মানসেই বাংলা ভাষায় বিজ্ঞানের অনেক বই পত্র আজ বাজারে বের হয়েছে। বিদেশী ভাষায় বিজ্ঞান অনুশীলন এক দূরহ ব্যাপার এ সত্য টুকু অনুধাবন করেই সরকার মাতৃভাষায় বিজ্ঞান চর্চার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন । উচ্চম মিক স্তর পর্যন্ত বাংলায় বিজ্ঞানের অনেক বই প্রকাশিত হলেও স্নাতক পর্যায়ে তেমন উৎসাহজনক সাড়া এখনও পাওয়া যায়নি। বাংলায় স্নাতক পর্যায়ে ব্যবহারিক রসায়নের আত্মনুরূপ বই নেই বললেই চলে।
এজন্য স্নাতক পর্যায়ে ব্যবহারিক রসায়নের ক্লাসে ছাত্রদের বড় অসুবিহার সীন ছাত্রদের এ অসুবিধা দূরকল্পে বাংলায় স্নাতক পর্যায়ের ও ক্ষুদ্র বইটি প্রকাশ করার প্রয়াস নিয়েছি। বিষয়বস্তু সহজ সরলভাবে ছাত্রদের সামনে তুলার চেষ্টা করেছি। ছাত্ররা এ থেকে কিছু উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হবে। এ ক্ষুণ্ণ বইখানি প্রকাশ করতে আমাদের সহকর্মীরা যে উৎসাহ উদ্দীপনা ও সাহায্য দিয়েছেন তার জন্য সকলের কাছেই আমরা কৃতজ্ঞ। সকলেরই সহযোগিতা কামনা করি। আমরা হতে হয়।
বইখানি আরও উন্নতমানের করার জন্য সকলের প্রয়োজনীয় উগদেশ কামনা করছি।
PDG M Ataur Rahman Pir PHF
Author
- Phone:+8801711923373
- Email:info@example.com